শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টঃঝিনাইদহ কে হারিয়ে শিবগঞ্জের জয়লাভ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে ৬-১ গোলে ঝিনাইদহ জেলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করেছে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা, নাটোর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল অংশ নেয়। খেলায় প্রথম পূর্বে শিবগঞ্জ উপজেলা ফুটবল দলের খেলোয়াড় নাইজেরিয়ান উবা দুটি গোল করেন। এরপর খেলোয়াড় সাগর দুটি ও বাদল একটি গোল করেন। অপরদিকে একটি গোল দেয় ঝিনাইদহ জেলা ফুটবল দল। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। করোনা মহামারী কাটিয়ে খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com