বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০৫৪৫ ঘটিকায়
অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির চৌকস টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭২
হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ
থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১ জন আসামী আটক করা হয়। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি মোঃ জিয়ারুল ইসলাম (৫০), পিতা-মৃত কাশেম,
গ্রাম-বড়টাপপুর, থানা-শিবগঞ্জ ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ। আটককৃত আসামীর বিরুদ্ধে
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকদ্রব্যসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা
হয়েছে।
২। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ
নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩ বিজিবি)
সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয়
চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে
সেই লক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।