বিডি ঢাকা অনলাইন ডেস্ক
লাল পতাকাবাহী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার মহান মে দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ।
সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে শোভাযাত্রা শুরু বিভিন্ন সড়ক ঘুরে এসে পুরাতন স্টেডিয়ামের সামনে শেষ হয়।
সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি ভবনে উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচীর সহসভাপতি ও স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, সদর উপজেলা শাখার সহসভাপতি সারিফুর রহমান, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন জীবন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের যে লড়াই-সংগ্রাম, তারই ফসল মহান মে দিবস। ১৩৭ বছর থেকে লাল পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসলেও আজও শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। এ দিবস সফল করতে হলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।