বিডি ঢাকা ডেস্ক
দুর্নীতি দমন কমিশন-দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গ্রিন ভিউ স্কুলে এই সভার আয়োজন করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সূচনা বক্তব্য দেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিটির সহসভাপতি রোকসানা আহমদ, সদস্য আজিজুর রহমান শিশির, মমতাজ মহল, মফিজ উদ্দিন, আকসানা খাতুন, লুৎফর রহমান মাসুম, হুমায়ুন কবির, মেহেদি হাসানসহ অন্যরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দিবসটি উপলক্ষে কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। সাংবাদিক একেএস রোকনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহসভাপতি বজলার রশিদ, ডা. তড়িৎ কুমার সাহাসহ কমিটির অন্য সদস্যগণ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।