সুব্রত দাশ,কলকাতা : ভারতের অযোধ্যায় নির্মিতব্য রাম মন্দিরে গতকাল সোমবার শিশু রাম বা রামলালার মূর্তি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একটি মাত্র কালো পাথর কেটে রামলালার ওই মূর্তি তৈরি করেছেন কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজ। হিন্দুশাস্ত্র মেনে মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠার’ সঙ্গে সঙ্গেই বহুমূল্য গহনায় সাজানো হয়েছে রামলালাকে। বিগ্রহকে সাজাতে ব্যবহার করা হয়েছে ১৫ কেজি সোনা। দ্যুতি ছড়ানো গহনায় ব্যবহার করা হয়েছে ১৮ হাজার হীরা ও পান্না। তিলক, মুকুট, ৪টি নেকলেস, কোমরবন্ধ, দুই জোড়া পায়েল, বিজয় মালা, দুটি আংটিসহ মোট ১৪টি গহনা তৈরি করা হয় মাত্র ১২ দিনে।
জি নিউজ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব গহনার ওপরে অত্যন্ত যত্নে খোদাই করা হয়েছে রামায়ণের শ্লোক।মুকুটটির ওজন ১.৭ কেজি। ২২ ক্যারেটের সোনা ও ৭৫ ক্যারেটের হীরা দিয়ে তৈরি হয়েছে মুকুটটি। ১৭৫ ক্যারেটের জাম্বিয়ান পান্না ও ২৬২ ক্যারেটের রুবি রয়েছে ওই মুকুটে।