বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালক তোফাজ্জল হক হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বৈলতলা এলাকায় তোফাজ্জল হকের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, রানীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, আব্দুর রহিমসহ অন্যান্যরা।
বক্তারা তোফাজ্জলকে নৃশংশভাবে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। গত ২৯ ফেব্রুয়ারি রাতে তোফাজ্জল হককে একটি ফসলী জমিতে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ৪ নম্বর বাঁধ এলাকায় সরিষার একটি খেত থেকে আগুনে পোড়া তোফাজ্জলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ জাতীয় আরো খবর..