বিডি ঢাকা ডেস্ক
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জারা জাবিন মাহবুব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জনস্বাস্থ্য
প্রকৌশল দপ্তর, সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক করেন। সকালে কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত, বিশেষ প্রার্থণাসহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।
এ জাতীয় আরো খবর..