রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানছিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার ৩০ ডিসেম্বর সকালে ৩১ কোটি টাকা ব্যয়ে এলজিইডির ১০ প্রকল্প , ১৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৭ টি, এবং ৪ কোটি টাকা ব্যয় পার্বত্য জেলা পরিষদের ৬ টি প্রকল্প উদ্বোধন করেন তিনি । উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর বৃষ্টির কারনে দুর্গম থানচি এখন মডেল উপজেলায় পরিণত হয়েছে। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ থানচি উপজেলা উন্নয়নে এগিয়ে যাচ্ছে। প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ বান্দরবান থানচি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।