বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের শিমুলতলা সগুনা এলাকায় ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক রাজশাহীর তানোর উপজেলার চন্দ্রন কোটার মো. মজিবুর রহমানের ছেলে মো. আজাদুল ইসলাম ওরফে আসাদুল (২৫)।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় শিমুলতলা সগুনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখানে সরবরাহের সময় ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ আজাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।