বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মঈনুদ্দিন মন্ডল ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট মিজানুর রহমান স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে পৌর আওয়ামী লীগ এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকন-উজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রয়াত দুই নেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নিউমার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মো. আব্দুল বাশির আল হাদী।