বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার একযোগে মাদককে ‘না’ বলেছেন শিক্ষর্থীরা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এক মিনিট মাদককে না বলেন।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।
এমপি জারা তার বক্তব্যে শিক্ষার্থীদের কাছে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ কী কী জানতে চাইলে এক মেয়ে শিক্ষার্থী ২টি এবং এক ছেলে শিক্ষার্থী ২টির উত্তর দেন।
জারা জাবীন মাহবুব বলেন- জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন। এখন তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ গড়বে আজকের শিক্ষার্থীরা। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। স্মার্ট নাগরিক হিসেবে যদি নিজেদের গড়ে তুলতে না পারো তাহলে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়া যাবে না। স্মার্ট বাংলাদেশে মাদকের কোনো ঠাঁই নেই, আছে শুধু উদ্ভাবনী বিষয়। তোমাদের মেধা মননে, জ্ঞান-বিজ্ঞানে উদ্ভাবনী শক্তি নিয়ে তোমাদের গড়ে উঠতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম, ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
বক্তারা মাদক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।