বিডি ঢাকা ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর শহরের খালের মধ্যের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ভ্রম্যমান আদালত। আজ বুধবার সকালে উপজেলা নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ূম শহরের কেন্দ্রেীয় মন্দিরের পিছনের খালের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রাইসুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, এস আই সুমন ও বিভিন্ন গণমাধ্যম কর্মী।
অভিযান পরিচালনা কালে কে এম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনার দায়ে হোটেল মালিককে ৩০ হাজার ও সাথে রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তার ওপর যত্রতত্র গাড়ি না পাকিংয়ের জন্য অটোরিক্স্রা চালকদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, অবৈধ দখলের কারনে জলাবদ্ধাতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ব্যপক ভোগান্তি হয়ে আসছিলো। অবৈধ স্থাপণা উচ্ছদ করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আরও বলেন, কার্যক্রম অব্যাহত থাকবে।