বিডি ঢাকা ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা যায়, জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষ সকাল থেকেই রেললাইনের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা।
জয়দেবপুর রেলওয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি রেললাইনের পাশে অবৈধ স্থাপনা তৈরি করে সেখানে ব্যবসা-বাণিজ্য ও বাসা ভাড়া দিয়ে আসছিলেন। এর ফলে রেললাইনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল, এবং এই এলাকা চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠেছিল।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।