সম্প্রতি করোনাভাইরাস আবারও ভয়াবহ রূপ নেওয়ায় চলতি মাসে লস অ্যাঞ্জেলসে অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে না।সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে দেওয়া হবে চলচ্চিত্র অঙ্গনের সবচয়ে মর্যাদাকর এ পুরস্কার।
আয়োজক কর্তৃপক্ষ রেকর্ডিং একাডেমি এবং সিবিএস মঙ্গলরবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ৩১ জানুয়ারি তাদের বার্ষিক অনুষ্ঠানটির সূচি পরিবর্তন করে মার্চের ১৪ তারিখ নেওয়া হয়েছে।
‘স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমাদের শিল্পীদের সাথে আয়োজক কর্তৃপক্ষের গভীর আলোচনার পরেই এমন সিদ্ধান্তে পৌঁছা গেছে’ বলেও বিবৃতে উল্লেখ করা হয়েছে।
রেকর্ডিং একাডেমির অন্তবর্তীকালীন সিইও হার্ভে ম্যাসন জুনিয়র, সিবিএস এক্সিকিউটিভ জ্যাক সুশম্যান এবং গ্র্যামিস এক্সিকিউটিভ প্রডিউসার বেন উইনস্টন স্বাক্ষরিত বিবৃতিতে এসব বলা হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের করোনা পরিস্থিতি অবনতির দিকে।সব হাসাপাতালের আইসিইউগুলো পরিপূর্ণ। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসাপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় আমাদের শো’টি স্থগিত করা সঠিক কাজ ছিল। কারণ আমাদের শিল্পী সম্প্রদায়ের এবং অনুষ্ঠানটি প্রযোজনায় নিরলস পরিশ্রমী শত শত মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৬৭২ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৬৭ হাজার ৫৮৫ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ৭৯৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫৭ হাজার ১৫৬ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।