বিডি ঢাকা ডেস্ক
নওগাঁর নিয়ামতপুরে আগুনে পুড়ে গেছে একটি দোকান। গত বুধবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের আলুপট্টিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, দোকানটি কাঁচাপণ্যের হওয়ায় এবং আগুন ধীরগতিতে ছড়িয়ে পড়ায় অন্য দোকান রক্ষা পায়। পুড়ে যাওয়া দোকানটি থেকে হাজার দশেক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত দোকানদার মকুল হোসেন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতামূলক এ আগুন লাগিয়েছে। আমার প্রায় লাখ টাকার ক্ষতির হয়েছে। আমি গরিব মানুষ। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, এখন পথে বসতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিকে সহযোগিতার চেষ্টা করা হবে।