জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে নতুন দিনের কবিতা-কথায় ৮০ তম সাউন্ডবাংলা-পল্টনড্ডা অনুষ্ঠিত হয়েছেন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি খান কাউসার কবির। সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন রায়হান। নতুন বছরের কথা-কবিতা-গানে অংশ নেন বরেণ্য সংবাদযোদ্ধা শিমুল খান, ইঞ্জিনিয়ার আলমগীর, মানবাধিকার কর্মী এম এ লতিফ হাওলাদার ও বিমল সাহা। কথাশিল্পী শান্তা ফারজানার গল্প বেওয়ারিশ পাঠ-এর পর তিনি নতুন বছরে জাতীয় সাংস্কৃতিকধারার সম্মেলন প্রসঙ্গে আলোচনায় অংশ নেন। মোমিন মেহেদী এ আয়োজনে নিবেদিত দেশপ্রেমিক-মানবপ্রেমিক লেখকদেরকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, সাহিত্য সংস্কৃতি কোন ঘর বা সংস্থার বিষয় নয়; আন্তরিকতার বিষয়। যে যত আন্তরিকতায় অগ্রসর হয়, সে তত সফল ও আলোচিত হয়। ষড়যন্ত্রকারীরা সাহিত্যিক নয়; তারা নদর্মার কীটে পরিণত হয়েছে ইতিহাসে বারবার। ১৫ জানুয়ারি বিকেল ৫ টা থেকে পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করেছে সাউন্ডবাংলা টিভি।