শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

হাতিরঝিলে আবর্জনা দেখে কড়া নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

হঠাৎ হাতিরঝিল পরিদর্শনে গিয়ে আবর্জনা দেখে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তদারকির অংশ হিসেবে শুক্রবার (১১ এপ্রিল) রাজউক চেয়ারম্যান লাইটিং এবং পাম্পিং সিস্টেমসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাসংক্রান্ত স্থাপনাগুলোও পরিদর্শন করেন।

এ সময় তিনি হাতিরঝিলের ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরে ঝিল রেস্টুরেন্টের পাশ ঘেঁষে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি দুই দিনের মধ্যে সেসব অপসারণের নির্দেশ দেন। এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, কোনো ভাবেই কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোনো প্রকার দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে রাজউক সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করবো।তিনি বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। ভোগান্তি দূর করতে ছুটির দিনেও আমাদের দায়বদ্ধ থাকতে হবে। কোনো কাজেই অবহেলা বা গাফিলতি বা ঘাটতি রাখা যাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com