বিডি ঢাকা ডেস্ক
শারদীয় দুর্গাপূজায় টানা ৮ দিনের ছুটি শেষে শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ৯টায় ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম শনিবার সন্ধ্যায় গৌড় বাংলাকে জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভারতীয় ১০টি কাঁচামরিচ, ১২টি চালসহ পাথর, ভুট্টার ভুষি, খইল (পশু ও মাছের খাদ্য), সিরামিক তৈরির উপাদান কোয়ার্টজ পাওডারসহ বিভিন্ন পণ্যবাহী ২১৩টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে উভয় দেশের বন্দরে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। তবে ইমিগ্রেশন ছালু ছিল।