বিডি ঢাকা ডেস্ক
একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসের আলোচনায় বক্তারা প্রবীণদের যথাযথ মর্যাদার চোখে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক : সকালে জেলা প্রবীণ হিতৈষী সংঘ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালিটি বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক ডা. আব্দুস সালাম, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. আফসার আলী।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা রিসার্চ সেন্টারের পিপি ও সরকারি ইন্সপেক্টর সরদার মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব।
এ সময় প্রবীণ সংঘের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সকাল ৯টার দিকে উপজেলার মেডিকেল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহাজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন মোহা. এখতিয়ার উদ্দিন।
পরে সংঘের সাধারণ সম্পাদক মো. একরামুল হক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
এর আগে একটি র্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সংগঠনটির সাধারণ সভার আয়োজন করে গোমস্তাপুর প্রবীণ হিতৈষী সংঘ।
সকাল ১০টায় শোভাযাত্রাটি রহনপুরের একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে আলোচনা ও সাধারণ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাঃ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা সুলতান আহমেদ, মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অনেকে।
আলোচনা শেষে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।