সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় ৬ দফা দাবি স্কুলপর্যায়ে টাইফয়েড টিকা দেয়া শুরু রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযান: ১৯ জন গ্রেপ্তার মহানগরীর চাঁন্না সাকুর মোড়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মানুষ অপহরণ করতো তারা দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায় ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন রাজশাহীতে শতবর্ষী গাছ রক্ষায় সচেতন নগরবাসীর চিঠি

দেশে প্রতিবছর টাইফয়েডে মারা যায় ৮ হাজার মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশে প্রতিবছর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় প্রায় ৫ লাখ মানুষ। তাদের মধ্যে প্রায় ৮ হাজার মানুষ মারা যায়। আক্রান্ত এবং মৃত্যু হারে সবচেয়ে বেশি শিশুরা। বিশ্বে প্রতিবছর আক্রান্ত হয় প্রায় এক কোটি মানুষ। তাদের মধ্যে মারা যায় লক্ষাধিক মানুষ।
বুধবার চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিককদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
সভায় আরো জানানো হয়, প্রধানত অস্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব এবং বিশেষ করে শহরের বস্তি আঞ্চল ও গ্রামাঞ্চলের বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য সচেতনতার অভাবে টাইফয়েড রোগ হয়। অনেকে সাধারণ জ্বর বলে অবহেলা করে অনেক দেরিতে যখন হাসপাতালে আসে তখন অনেক সময় করার কিছু থাকে না।
সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষপ্রতিষ্ঠান পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার ৯০০ জন ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার ২৫৩ জন রয়েছে।
এই টিকা সম্পূর্ণ হালাল উল্লেখ করে সিভিল সার্জন জানান, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেয়া শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। তবে ১৮ কার্যদিবসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের দুই সপ্তাহ ১ নভেম্বর থেকে কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া হবে। এই টিকা শিশু-কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। এই ক্যাম্পেইন সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দক্ষ জনবলের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
সভা সঞ্চলনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে টাইফয়েড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা হক। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামাম উল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com