চাঁপাইনবাবগঞ্জে ট্রাকসহ ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহারাজপুর-লালাপাড়া এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছে। এমন খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালাপাড়ায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। তল্লাশিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিক থেকে যাওয়া একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারদ্বয় লাফ দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ট্রাকের পেছনে বিশেষ কায়দায় রাখা ১০টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।