ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ ১৭/০১/২১খ্রি. রবিবার। দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণ তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসুস্থ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি( এমপি) এছাড়া চেক বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা সদর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই,কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য ওলিউর রহমান বুলেট, জেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার,জেলা যুবলীগ নেতা মেসবাহুল জাকের সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ নেতৃবৃন্দ। এসময় মোট ১৪ জন দুস্থ ও অসুস্থ আওয়ামী লীগ কর্মী দের মধ্যে চার লক্ষ আশি হাজার টাকার (৪৮০০০০৳) চেক বিতরণ করা হয়। ছবিতে অসুস্থ সাবেক ছাত্র লীগের নিবেদিত কর্মী নিয়ামত(উপরে) ও বাবলুর স্ত্রী সেলিনার হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন উপস্থিত আ’লীগ নেতৃবৃন্দ।