ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত ফেন্সিডিল, ইয়াবা, চোলাইমদ, হেরোইন ও ভারতীয় বিড়ি ধ্বংস করা হয়েছে। বুধবার ২৭/০১/২১খ্রি. সন্ধ্যায় কোর্ট চত্বরে এসব মাদক দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। মাদক দ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ, কোর্ট মালখানার পরিদর্শক মো. দীন ই আলমসহ অন্যান্যরা। ধ্বংসযজ্ঞ মাদকের মধ্যে ছিলো ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা, ২ হাজার ৯৬৭ বোতল ফেন্সিডিল, চোলাইমদ ১৩৬ বোতল, গাঁজা ৭৩কেজি ৯৪৩ গ্রাম ও ১ হাজার ৫৫৩ পুরিয়া এবং ২ লাখ ৫২ হাজার ৭২৫ পিস ভারতীয় বিড়ি। এসকল মাদকদ্রব্য বুলডোজার ও আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, শিবগঞ্জ থানার জব্দকৃত ফেন্সিডিলের মধ্যে ৯ বোতল কম এবং ৯ বোতলে পানি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর।