সিরাজগঞ্জ সংবাদদাতা : গরু কেনার অর্থ নেই। তাই দুই যুগের বেশি সময় ধরে সরিষার তেল তৈরি কাঠের তৈরি ঘানি নিজেই টানছে সিরাজগঞ্জের ষাটোর্ধ্ব আকবর ও মমতা দম্পতি। সারাদিন ঘাটিটেনে ৫/৭ লিটার তেল তৈরি করা যায়। প্রতিদিন সেই তেল ও খৈইল বিক্রি করে আয় আসে ২৫০/৩০০ টাকা। এই দিয়ে সংসার চলে নানা টানা পোড়নের মধ্যে দিয়ে।
অভাবের সংসারে খাবার জোটাতে গরুর বদলে নিজেরাই টানছেন ঘানি। দুই ছেলের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন, আরেকজন বেকার হলেও সাহায্য করে না বাবা-মাকে।
বাবা-মায়ের কষ্টে বসে থাকতে পারেননি একমাত্র মেয়ে। ঘানি ভাঙার কাজে যোগ দিয়েছেন তিনিও। অথচ দুই ছেলে অভাব দূর করবে এমনটাই ভেবেছিলেন বাবা-মা। নিজের হাতে তুলে নেবেন সংসারের ঘানি। কিন্তু সেই ভাগ্য হলো না তাদের।
অসহায় এই দম্পতি সমাজের বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করেছেন।