চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় সুমন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাট থেকে চালক সুমন ট্রাক্টরে মাটি নিয়ে ফেরার পথে নদীর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টর চালক সুমন মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খান।