ফয়সাল আজম অপু : দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ শহীদ মনিমুল হক সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত ও জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে। পরে প্রভাত ফেরী নিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, ডাঃ গোলাম রাব্বানী, অধ্যাপক শরিফুল আলম, যুগ্ন সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজি বাবলু, উপ দপ্তর সম্পাদক মুনিরুল ইসলাম, জেলা আওয়ামী সদস্য মোখলেসুর রহমান, বুলেট ওলিউর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।