ফয়সাল আজম অপু ; জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে জেলা সড়ক ভবন মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। ব্যাসিক ট্রেড ইউনিয়ন কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান সরদার। জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটিসিএল শ্রমিক কর্মচারী/কর্মচারী ফেডারেল ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোদা বাদল। আলোচনা সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সুলতান আলম ও সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ পান্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর পূর্বে শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।