মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় কোরোনা ভাইরাসের কারণে আদিবাসী উন্নয়ন সংস্থার উদ্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় আদিবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার নামে একটি সংগঠন শুক্রবার উপজেলার ঘাটকৈর
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার কয়েকটি গ্রামের অসহায় আদিবাসী মানুষের মাঝে ময়দা, ডাল ও মাস্ক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন । আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি নি্পেন্দ্রনাথ পাহান এর সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অলিফ পাহান ও সহ-সভাপতি সৌখিন পাহান। এবং সভায় বক্তব্য রাখেন, নি্পেন্দ্রনাথ পাহান, অলিফ পাহান ও অনাথ মেয়ে পূর্ণিমা কর্মকার। অারও উপস্থিত ছিলেন বৌদপুর টেকনিক্যাল কলেজের প্রভাষক রামগোপাল সরদার আদিবাসী উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
এ জাতীয় আরো খবর..