ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর হয়ে ভারত থেকে ফিরে আসা ২৪ বাংলাদেশীকে সরকারিভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী । বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যান। এসময় কোভিড-১৯ এর প্রোকোপ বেড়ে যাওয়ায় উভয় দেশে লকডাউন ঘোষনা করা হলে ভারতীয় ভূঅভ্যন্তরে এসব মানুষ আটকে পড়েন। আটকে পড়া ২৪ জন বাংলাদেশী উভয় দেশের সরকারি উদ্যোগে ১৯ মে দুপুরে সোনামসজিদ স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যেককে সরকারিভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরেও যারা ভারত থেকে আসবেন প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েরা খানম প্রমুখ