মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ থেকে ১৪ বছরের কিশোর আসাদুল কে বেধড়ক পিটিয়েছে যখম করেছে এক পাষন্ড! সে বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন। এলাকাবাসী ও শিশুর স্বজনদের সূত্রে জানাগেছে, আজ শুত্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা রোড পাড়ার আঃ লতিবের ছেলে আসাদুল হক (১৩-১৪)কে হাটকাজলা গ্রামের কবির আলীর ছেলে সেকান্দার(৪০) তার বাড়ীতে কাজ করতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আসাদুল কিছু না বলে তার নিজ বাড়ীতে চলে যায়। সেকান্দার আলী তাকে কাজে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আসাদুলকে তার নিজ বাড়ীতে দেখতে পেয়ে তাকে পুনরায় কৌশল ভুসির বস্তা উঠিয়ে নেওয়ার নাম করে তাকে আখিলা গ্রামের তারেকের পোল্টির ফার্মের কাছে নিয়ে গিয়ে বেধড়ক কিল-ঘুষি, বাঁশ দিয়ে বুকে, পেটে, পিঠে ও হাতের ওপর মেরে জখম করে। আসাদুলের চিৎকার-চেচামেচি শুনে এলাকাবাসি আসাদুলকে উদ্ধার করে। পরে রোগীর স্বজনরা জানতে পেরে আসাদুলকে নাচোল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় আহতের মামা কাজেম আলী জানাই সুবিচারের আশায় সেকান্দারকে বিবাদি করে নাচোল থানায় অভিযোগ করবো।