শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে রাজার আমবাগানে আম পাড়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলা প্রশাসনের আয়োজনে ২১শে মে বিকালে জাকজমক পরিবেশে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাকা আম পেড়ে এ কর্মসূচির ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনের সাংসদ ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব আল রাব্বি, কানসাট বাজার আম আড়ৎদ্বার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক টিপু, কানসাট হাট পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আর,কে বাবু সহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। আম বাজার জাত করতে যাতে কোন ধরণের সমস্যা না হয় এব্যাপারে সার্বিক ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।