শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

‘দিবাস্বপ্ন’ দেখতে অবসরের ঘোষণা ঝ্যাং ইমিং টিকটক মালিকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬২৭ বার পঠিত
‘দিবাস্বপ্ন’ দেখতে অবসরের ঘোষণা ঝ্যাং ইমিং টিকটক মালিকের
ঝ্যাং ইমিং। ফটো: সংগৃহীত

অনলাইন নিউজ : টিকটকের মালিক চীনের ঝ্যাং ইমিং ২০০৬ থেকে ২০২১ সাল মাত্র ১৫ বছরেই কর্মজীবনে ইতি টেনেছেন। ৪৪ বিলিয়ন ডলারের মালিক তার বাকি জীবন বই পড়ে ও ‘দিবাস্বপ্ন’ দেখার জন্যই নাকি অবসর নিয়েছেন।জানা যায়, ঝ্যাংয়ের জন্ম ১৯৮৩ সালে ১০ এপ্রিল। ২০০৫ সালে তিয়ানজিংয়ের নানকাই বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তিনি। এর পরের বছরই একটি পর্যটন সংস্থার ওয়েবসাইট তৈরির কাজে নিযুক্ত হন। এক বছরের মধ্যেই পদোন্নতি হয় তার। ২০০৮ সালে মাইক্রোসফটে যোগ দেন তিনি। এই কাজ তার বেশি দিন ভালো লাগেনি। মাইক্রোসফট ছেড়ে ২০০৯ সালে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করেন। তার পর ২০১২ সালে গড়ে তোলেন বাইটডান্স। ২০১৫ সালে বাইটডান্স তার প্রথম ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক তৈরি করে। বিশ্বজুড়ে অসম্ভব সাফল্য পায় অ্যাপটি। ঝ্যাংও জায়গা করে নেন ২০১৯-এর প্রথম ১০০ প্রভাবশালীর মধ্যে। চীনের নবম বিত্তবান তিনি।এবার সারাবিশ্বকে অবাক করে আরও একবার শিরোনাম নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। সম্প্রতি টিকটক ছাড়লেন ৩৮ বছরের ঝ্যাং। প্রধান সংস্থা বাইটডান্সের সিইও থেকেও পদত্যাগ করেছেন তিনি। হঠাৎ করে কর্মচারীদের একটি চিঠি লিখে ঝ্যাং জানিয়েছেন, এই কাজ তার আর ভালো লাগছে না। তার মধ্যে আদর্শ ম্যানেজার হওয়ার কোনো গুণাগুণও নেই। তিনি এখন বই পড়ে এবং ‘দিবাস্বপ্ন’ দেখে বাকি জীবনটা কাটাতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com