ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে পৃথক ২ স্থানে বজ্রপাতে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৪ জুন) বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এবং একই উপজেলার চরবাগডাঙ্গায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া এলাকার রানা ইসলামের স্ত্রী মোসাম্মাৎ এনি খাতুন (২৬) ও তার ছেলে নুর মোহাম্মদ (৫) এবং চরবাগডাঙ্গার টিকলিচর এলাকার ইয়াসিন আরাফাত। ওসি জানান, দুপুরের পর ওই এলাকায় দমকা হাওয়া শুরু হয়। এ সময় মা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় দমকা হাওয়া ও বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের দুজনেরই মৃত্যু হয়। অপরদিকে একই সময় টিকলিচরে আম কুড়াতে গিয়ে মারা যায় ইয়াসিন আরাফাত নামে ১০ বছরের এক শিশু। এ দিকে ৩ জনের মৃত্যু নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।