মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব-৫,সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (৭ জুন) চাঁপাইনবাবগজ্ঞ সদর থানাধীন ২ নং গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জপুর গ্রামস্হ ২ নং ওয়ার্ডের পোলাডাঙ্গা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০৪১৬০ (এক লক্ষ চার হাজার একশত ষাট )পিস ভারতীয় সিগারেট সহ মোঃ সাইফুদ্দীন (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের আদিনগর (চুড়িওয়ালা) এলাকার মৃত শাজেমান আলীর ছেলে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।