বিডিঢাকা ডটকম : বৈশাখী টেলিভিশন ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও চাঁপাই সংবাদ এর স্টাফ রিপোর্টার আবদুল ওয়াহাব কোভিড-১৯ এর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিন যাবৎ শান্তি মোড়স্থ নিজ বাসভবনে বেডে শয্যাশায়ী। রিপোর্টার ওয়াহাব সকলের কাছে দোয়া প্রার্থী। আমাদের এই ভাইটির জন্য কিছু একটা করার অনুরোধ করছি জেলা প্রশাসন চাঁপাই নবাবগঞ্জ জনাব মঞ্জুরুল হাফিজ মহোদয়। অনেক টাকা খরচ হয়ে হয়ে গেছে। লজ্জায় মুখ ফুটে কাুকে কিছু বলতেও পারছে না। আর চুপ করে থাকতে পারলামনা না। হে শিল্পপতি গণমাধ্যম কর্মী বড় ভাই টির পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন। আমরা বিশেষ ভাবে শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী Md Mokhlasur Rahman আলহাজ্ব মোখলেসুর রহমান এর দৃষ্টি আকর্ষণ করছি।