নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালো ফুল হাতা গেঞ্জি ও সাদা প্যান্ট। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টার দিকে নাচোল টু আমনুরা গামী একটি আম বোঝাই ট্রাক জোনাকিপাড়া নামক স্থানে অজ্ঞাত ঐ ব্যক্তিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায় নিহত ব্যক্তি। পরে স্থানীয়রা তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকাল ১০টায় চিকিৎসারত অবস্থায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় অজ্ঞাত ব্যক্তির। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে নাচোল থানা পুলিশ। এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি,একটি ট্রাক জোনাকি পাড়া নামক স্থানে অজ্ঞাত ঐ ব্যক্তিকে ধাক্কা দিলে স্থানীয়রা তাঁকে নাচোল মেডিকেলে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় মারা যায় সে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।