রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। সারাদেশের অধিক ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত এলাকার ৫ জেলায় এই সেবা চালুর অংশ হিসেবে বিনামূল্যে এই সেবার উদ্বোধন করা হয়। ১৯ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এর উদ্বোধন করা হয়। এই সেবার আওতায় বিনামূল্যে ২৪ ঘন্টা সেবা পাবে করোনা আক্রান্ত রোগীরা। এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলাম প্রতিবেদককে জানান, সারাদেশে করোনার দ্বিতীয় ধাক্কায় সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা কঠিন পরিস্থিতির মধ্যে দিন পার করছে। এসব জেলায় অনেকেই অর্থাভাবে এ্যাম্বুলেন্স সেবা নিতে পারে না। তাই দেশের ৫টি জেলায় বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও দেয়া হয়েছে একটি এ্যাম্বুলেন্স। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সুমাইয়া ইসলাম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ২৪ ঘন্টা সেবা নিতে পারবেন করোনা রোগীরা। এ্যাম্বুলেন্স সেবা পেতে যোগাযোগ করতে হবে সদর হাসপাতালে থাকা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সাথে। এ উপলক্ষে দিনরাত ২৪ ঘন্টা দুইজন রেড ক্রিসেন্টের সদস্য হাসপাতালে উপস্থিত থাকবে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলাম (০১৭৬৩-৭২৬-৬১৯) ও ডেপুটি লিডার-২ আব্দুল কাদের জীলানি (০১৭৬৭-৩৫৮-১৫০) যোগাযোগ করলেও মিলবে এ্যাম্বুলেন্স সেবা। হাসপাতালে এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম.এ মাতিন, ডা. ফাহাদ আকিদ রেহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব আশিক আহমেদ ফারুক, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাকিব, যুব প্রধান সুমাইয়া ইসলামসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com