মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

পানির সংকট নিরসনে স্থাপিত গভীর নলকূপের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৩১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চৈত্র মাসের শুরুতেই দেখা দিয়েছে পানির তীব্র সংকট। প্রায় কয়েক সপ্তাহ থেকে এ সংকটের শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন পানি সংকটের কারণে পৌরবাসীর কাছে দু:খ প্রকাশ করে বলেন, গরমের শুরুতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। সাবমার্সিবল পাম্প স্থাপনের কারণে এ সংকট আরও প্রকট হয়েছে। তবে পানি সরবরাহ প্রকল্পটি আরও আগে বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় পৌরবাসীকে আরও একটু ধৈর্য ধরতে হবে। প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। রবিবার প্রসঙ্গত শিবগঞ্জ পৌরসভায় চলমান পানি সংকট নিরসনে শিবগঞ্জ পৌরসভা কর্তৃক স্থাপিত গভীর নলকূপের কাজের অগ্রগতি ও ইনস্টলেশনকৃত সরঞ্জামাদির গুনগত মান নিরীক্ষণ করে শিবগঞ্জ পৌরসভার নৌকার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম। একই সাথে পাম্প চালু করে কতটুকু কার্যকর সেই বিষয়টিও সরজমিনের প্রত্যক্ষ করলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com