বিডি ঢাকা অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা অধিকার প্রতিষ্ঠার সর্বস্তরের সাংবাদিক জাগো’- এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরীদ খান এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
দৈনিক অপরাধ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পরে স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলনকে সভাপতি ও দৈনিক অপরাধ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরীদ খান।
সম্মেলনে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মো. আব্দুল হালিম মন্ডল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।