শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কাফনের কাপড় পরলেও বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে: গয়েশ্বর চন্দ্র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই, কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ দুপুরে আসন্ন বৈশাখী মেলা উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের বিটি মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘১৮৪২ সাল থেকে এই খেলার মাঠে বাঙালি সংস্কৃতির বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা এই মাঠে বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী বৈশাখী মেলা আয়োজন করতে পারিনি। ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর আজ আমরা মুক্ত। তাই এই মাঠে ব্যাপক আনন্দ উৎসাহের মধ্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হবে।’

তবে স্কুল কমিটিকে এবং মাঠের মূল মালিকদের না জানিয়ে কীভাবে ক্রীড়া উন্নয়ন বোর্ড মাঠটি তাদের দখলে নিলো, সে ব্যাপারে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গয়েশ্বর চন্দ্র বলেন, ‘প্রাচীনকাল থেকেই এই মাঠে প্রতিবছর পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব, বৈশাখী মেলাসহ নানা গ্রামীণ সাংস্কৃতিক উৎসব পালন করা হতো। কালের বিবর্তনে পরিকল্পিতভাবে সেগুলো বন্ধ করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর দেশ এখন মুক্ত, জনগণ এখন স্বাধীন। আমি মুক্ত কণ্ঠে বলতে চাই, জনগণ স্বাধীনভাবে এই মাঠেই বৈশাখী মেলা ব্যাপক আনন্দ উৎসাহ নিয়ে পালন করবে।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ হোসেন, আতিকুর রহমান মানিক, যুবদল নেতা মাহবুব আলম স্বাধীন, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সোহেল রানা, অ্যাডভোকেট শাহিন, শ্রমিক দল নেতা মোঃ শাহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com