শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নতুন বিদ্যালয় স্থাপনে স্থান পরিদর্শন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে একটি নতুন বিদ্যালয় স্থাপনের সম্ভাবতা যাচাইয়ে জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙা এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহাঃ জিয়াউল হক।

বুধবার ২৮ সেপ্টেম্বর বালিয়াডাঙা ইউনিয়নে নতুন বিদ্যালয় স্থাপনের বিষয়ে এলাকার সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

তিনি এসময় সেই এলাকার শিক্ষা বিস্তারে নতুন বিদ্যালয়টি চমৎকার ভূমিকা রাখার কথা উল্লেখ করে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আহবান জানান।

এরআগে তিনি চলমান এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা নকল মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পুর্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও জেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

বোর্ড সূত্রে জানা যায়; মহা: জিয়াউল হক আদিনা ফজলুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক থেকে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডে স্কুল পরিদর্শক হিসেবে যোগদান করেন মাত্র চার মাস আগে। যোগদানের পরপরই দীর্ঘদিন থেকে স্থবির হয়ে থাকা স্কুল কার্যক্রমে আসে নতুন গতি। তিনি যোগদানের সময় দীর্ঘ সময় থেকে ১৪০০ ফাইল জমা ছিলো। বর্তমান স্কুল পরিদর্শক যোগদানের পরপরই সব ফাইলের নিষ্পত্তি করেন। এসব ফাইলগুলো ছিলো বিদ্যালয়ে পাঠদান, ম্যানেজিং কমিটি নবায়ন, কমিটি গঠন, সাবজেক্ট অনুমোদন, তদন্ত সংশ্লিষ্ট অতিব গুরুত্বপূর্ন বিষয় সমূহ।

এবছর এপ্রিল মাসের ৫ তারিখে ১৪তম স্কুল পরিদর্শক হিসেবে যোগদান করেন জিয়াউল হক। এপর্যন্ত ৩০ টি স্কুলের শাখা অনুমোদন ও প্রায় দেড় শতাধিক স্কুল পরিদর্শন করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন এলাকায় ঝটিকা স্কুল পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়ন ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com