ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের সন্নিকটে লালাপাড়া মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে ওই মহাসড়কের লালাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মিজানুর রহমান (৩৪)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রাম এলাকার আমিরুল ইসলামের ছেলে। কুরবান আলি নামের একজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মিজানুর একটি ঔষধ কোম্পানির সেলসম্যান। ঔষধ সরবরাহের জন্য মোটরসাইকেল যোগে শিবগঞ্জের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো, হঠাৎ করে একটি দ্রুত গতির ট্রাক লালাপাড়ায় ধাক্কা দিয়ে দ্রুত গতিতে সোনামসজিদের দিকে পালিয়ে যায়। ধাক্কা দিলে তৎক্ষনাৎ রোডের উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন। মোটরসাইকেলটি দুমর-মুচরে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।