শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

৮ দেশের সেরা বক্তা চাঁপাইনবাবগঞ্জের ইয়াসিন’ খবরটি ভুয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ বার পঠিত

গোমস্তাপুর(চাঁপাইনবাবঘঞ্জ) প্রতিনিধি: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ইয়াসিন আলী। ‘করোনা ও বঙ্গবন্ধু প্রতিভা’ শীর্ষক প্রতিযোগিতায় এই কৃতিত্ব অর্জন করে সে। তবে এ সংবাদটি ভুয়া। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় ‘৮ দেশের সেরা বক্তা চাঁপাইনবাবগঞ্জের ইয়াসিন’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ২৪ জানুয়ারি থেকেই বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইয়াসিন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ইয়াসিন। এতে ৮ দেশের ২২ জন শিক্ষার্থীতে অংশগ্রহণ করে দুই রাউন্ড শেষে সার্কের বিচারকমণ্ডলী ইয়াসিন আলীকে শ্রেষ্ঠ বক্তা ঘোষণা করে। পরে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সত্যতা পাওয়া যায়নি। খবরটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ইয়াসিন উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের আনোয়ারুলের ছেলে। ইয়াসিনের বাবা আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে আমার ছেলের মুখে শুনে ভালোই লেগেছিল। তবে পরে শুনছি এটি ভুয়া। কিন্তু আমি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে ইয়াসিন আলীকে একাধিকবার কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মংলু আলী জানান, গত ৫ দিন থেকে শুনছি, ইয়াসিন সার্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম হয়েছে। অনেক ভালকিছু পাবে, এতে আমরা বেশ খুশি ছিলাম। তবে আজকে ফের শুনছি, এগুলো সব ভুয়া-মিথ্যে। আমারও মনে হয়েছে- এ গুলো মিথ্যা তথ্য। আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ কিছু সার্টিফিকেট নিয়ে আমাদের স্কুলে আসে ইয়াসিন। আমরাও আবেগে তাকে সংবর্ধনা দিয়েছিলাম। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়। পরে তার সার্টিফিকেটে কিছু বানানগত ত্রুটি দেখতে পায়। এতেই আমাদের সন্দেহ হয়। পরে বিভিন্ন সূত্রে জানতে পারি এই সার্টিফিকেট ভুয়া। তিনি আরও বলেন, ইয়াসিনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিবে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, কালকে থেকেই বিভিন্ন সূত্রে খবরটি জানার চেষ্টা করেছি। তবে এটির কোন সত্যতা পাওয়া যায়নি। এমন প্রতিযোগিতায় কেউ সেরা বক্তা নির্বাচিত হলে, আমরা আগে থেকে অবগত থাকতাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com