বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ২০২১ সালে নিয়োগ হওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে জমায়েত হন। এরপর মহসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
সড়ক অবরোধের ফলে মহসড়কে সোনামসদি স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী যানসহ ব্যাপক সংখ্যক যানবহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ।
প্রায় তিন ঘণ্টা পর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে বিক্ষোভকালে শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল, চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।