রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ও কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে বিএমডিএ বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেখা মিলল বিরল আকর্ষণীয় জলচর পাখি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব অবিরাম বর্ষণে দিল্লি অচল, নদীর পানি ঢুকছে ঘরে-সড়কে চাঁপাইনবাবগঞ্জে কমছে ৩ নদীর পানি, নিম্নাঞ্চলে ফিরছে স্বস্তি খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, শত শত পরিবার পানিবন্দি তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে জনগণই এই রাষ্ট্রের মালিক : বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে : নাচোলে ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে হাসান তারেক

জনগণই এই রাষ্ট্রের মালিক : বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মাহমুদ হাসানকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনে তাঁদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হায়দার আলী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট. মো. আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির ও সোলাইমান বিশু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বলেছেন, জনগণই এই রাষ্ট্রের মালিক, আমি সাংবিধানিক আদালতের বিচারক। জেলা জজরা বাংলাদেশের জনগণের স্বাধীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে থাকেন। সাংবিধানিক ও আইনগত কাঠামোর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। জনগণের দেয়া ক্ষমতার অপব্যবহার করবার কোনো রকম অধিকার একজন বিচারকের নেই। আমি যদি শপথ ভঙ্গ করি আমি যদি সংবিধান ভঙ্গ করি তাহলে ওই চেয়ারে বসে থাকতে পারি না।
বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন ও পেশাজীবী আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি বার ও বেঞ্চের সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান যাতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।
তিনি বলেন, “জেলা পর্যায়ে আইনজীবী সমাজ দেশের বিচারব্যবস্থার ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের আস্থা ধরে রাখতে বিচারক ও আইনজীবীদের আন্তরিকতা ও সততার কোনো বিকল্প নেই।”
সংবর্ধনা শেষে বিচারপতিরা আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন এবং সমিতির কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো নুরুল ইসলাম সেন্টু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. ময়েজ উদ্দিনসহ জেলা জজ আদালতের ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ, সিনিয়র ও নবীন আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com