কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে এক জেলের বড়শিতে প্রায় ৯০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। আজ বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে আব্দুর রহমানের (৩৫) বড়শিতে মাছটি ধরা পড়ে। সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় পর্যটক ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ জানান, মৎস্য শিকারি আব্দুর রহমান মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে তারা মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে সেন্টমার্টিনবাসীর কাছে বিক্রি করেন।
সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি বিক্রি করে দেয়া হয়। দূরে কোথাও বিক্রি করতে পারলে আরও বেশি দাম পাওয়া যেত বলে জানান একাধিক মৎস্য শিকারি।
টেকনাফ সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সবসময় পাওয়া যায় না। সরকারের নির্দেশনা মতে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণেই পাওয়া গেছে এ মাছটি।