অভিনেতা, নির্দেশক, নাট্যকার সৈয়দ মহিদুল ইসলামের শিষ্য চিত্রনায়ক ওমর সানী। আশির দশকের শেষের দিকে মহিদুল ইসলামের সাহচর্যে এসে অভিনয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন ওমর সানী। এরপরই সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন ওমর সানী।
গেল ৫ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে শুরু হয়েছে মহিদুল ইসলামের নিজ হাতে প্রতিষ্ঠিত নাট্যদল ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’ আয়োজিত ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২১’ এবং ব্যতিক্রমের ৪৫ বছর পুর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চ সারথী নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরও অনেকেই। আমেরিকায় থাকার কারণে অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেননি প্রিয়দর্শিনী মৌসুমী। তাই মঞ্চ সারথী আতাউর রহমান ও লিয়াকত আলী লাকীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন ওমর সানী।