বিডি ঢাকা ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে মসজিদের জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নাজিমুদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নাজিমুদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
নিহতের ছেলে নাইম জানান, গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন আব্দুল গণি। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামালা ও করেন। সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন, তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যান। সেখানে কথা বাগবিতণ্ডার এক পর্যায়েয় ফারুক তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় গ্রামবাসী তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।