শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার গড়গড়িয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী কমল কুমার ত্রিবেদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সাধন কুমার মনিগ্রাম, সহ-সভাপতি শ্রী মটর চন্দ্র দাস ও সাবেক সভাপতি শ্রী অঞ্জন কুমার দাস সহ অন্যরা। সভায় বক্তারা- সকলকে ঐক্যবদ্ধ থেকে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, কেউ যদি পূজা উদযাপন পরিষদের ভাঙন সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে। মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে শ্রী মটর চন্দ্র সাহাকে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রী কৌশিক কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং পুনরায় প্রদীপ কুমার গড়গড়িয়াকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিত্ত রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেনীপেশার প্রায় ৮ শতাধিক সদস্য-প্রতিনিধি উপস্থিত ছিলেন।