নিজস্ব প্রতিবেদক: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকার সময়
বিলভাতিয়া বিওপির নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
সীমান্ত পিলার ১৯০ মেইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে একটি ছেলে বাই সাইকেলে
করে ঘাসের বস্তায় অস্ত্র নিয়ে স্লুইজ গেইট বরাবর কাঁচা রাস্তা পার হয়ে জামাই পাড়ার দিকে যাবে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে ০১টি টহল দল মোটর সাইকেল যোগে স্লুইজ গেটের
দিকে এবং অপর একটি টহল দল অন্য রাস্তা দিয়ে গমন করে। উভয় টহল দল দুই দিক থেকে আনুমানিক
১৬৩০ ঘটিকায় স্লুইজ গেটের দিকে অগ্রসর হলে ১৪-১৫ বছরের একটি ছেলে ঘাসের বস্তাসহ একটি
বাইসাইকেল রাস্তার উপর রেখে দৌড়ে বড়ই বাগানের মধ্যে পালিয়ে যায়। তখন টহল দল কর্তৃক সাইকেলে
রাখা ঘাসের বস্তা তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার
করে। আটককৃত বিদেশী পিস্তল, গুলি, ও ম্যাগাজিন এর আনুমানিক সিজার মূল্য- ১,০১,২০০/- (এক লক্ষ
এক হাজার দুইশত) টাকা । আটককৃত বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন এর ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১৮১০ ঘটিকায় সোনামসজিদ
বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৪/৫-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানিপাড়া নামক স্থান হতে
মালিকবিহীন ৪১০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর আনুমানিক সিজার
মূল্য-৮,২০,০০০/- (আট লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহন প্রক্রিয়াধীন।
৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।